Logo

আন্তর্জাতিক    >>   উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত

উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত

উত্তর গাজার একটি জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। স্থানীয় চিকিৎসক এবং হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে জানা যায়, হামলায় আহতের সংখ্যা কয়েক ডজন।

জাবালিয়া শরণার্থী শিবিরের আবু হুসেন প্রাথমিক বিদ্যালয়ে হামলার সময় সেখানে বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, লোকজন তাঁবুর মধ্যে আগুন নেভানোর চেষ্টা করছে এবং আহতদের বহন করছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাস ও ইসলামিক জিহাদ সন্ত্রাসীদের জন্য একটি অপারেশনাল মিটিং পয়েন্টে হামলা চালিয়েছে এবং এতে ১২ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে এবং স্কুলটিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা "নিছক মিথ্যা" বলে বর্ণনা করেছে।

বেত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেছেন, ধর্মঘটে নিহতের সংখ্যা ২৫ জন এবং আহতের সংখ্যা ৭৫ জনেরও বেশি। হাসপাতালের সীমিত আকারের কারণে তারা সকল আহতকে গ্রহণ করতে পারছে না।

জাবালিয়া শহর ও শরণার্থী শিবিরটি ইসরায়েলি বাহিনীর স্থল আক্রমণের পর থেকে তীব্র হামলার শিকার হচ্ছে। ৫০,০০০ এরও বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে এবং অনেকেই ক্রমবর্ধমান সংকটের মধ্যে আটকে আছে।

জাতিসংঘের মতে, কামাল আদওয়ান হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে জ্বালানি ও চিকিৎসা সরবরাহের মারাত্মক ঘাটতি চলছে। ডা. আবু সাফিয়া বলেন, "আমাদের হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও কর্মীর অভাব রয়েছে এবং আমরা বিস্ফোরণের আওয়াজের মধ্যে কাজ করছি।"

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম দুই সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে কোনো মানবিক সাহায্য প্রবেশ করেনি। তবে, সম্প্রতি সাহায্য লরি প্রবেশ করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের সরকারের চাপের ফল। ইসরায়েল বলছে, তারা মানবিক সাহায্যের প্রবেশে বাধা দিচ্ছে না এবং হামাসকে সাহায্য চুরি করার অভিযোগে অভিযুক্ত করেছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় একটি অভিযান শুরু করে, যার ফলে ৪২,৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert